সফট এক্সপো: ৩য় দিনে ৮ সেশন

৮ ফেব্রুয়ারি, ২০২০ ১১:২৭  
বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান বেসিস সফট এক্সপো ২০২০ এর তৃতীয় দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) রয়েছে ৩টি গোল টেবিল বৈঠক ও ৪ টি সেমিনার এবং থাকছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মত মেগা ইভেন্ট। সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত দুইটি গোল টেবিল ও একটি সেমিনার রয়েছে। বেলা ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। হল-১ এর সেমিনার হলে ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫ বিলিয়ন মার্কিন ডলার সফটওয়্যার সেবা রপ্তানির কক্ষপথে যাত্রা সেমিনার। তৃতীয় দিনের মেলায় শেষ সময়ে বিকাল ৫.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত ক্যাশলেস সোসাইটি সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠানিক ভাবে শেষ হবে বেসিস সফটএক্সপো ২০২০।